সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধীদের নিয়ে বর্ষবরণ পালন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সৈয়দপুর (নীলফামারী)
প্রকাশিত: ০৮:১৩ পিএম, ২৩ এপ্রিল ২০১৯

সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধীদের বস্ত্র বিতরণের মধ্য দিয়ে বর্ষবরণ-১৪২৬ অনুষ্ঠান পালন করেছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সৈয়দপুর শাখার নেতারা। মঙ্গলবার নীলফামারীর সৈয়দপুর উপজেলার ডাকবাংলো সংলগ্ন মাঠে বর্ষবরণ অনুষ্ঠান পালন করা হয়।

বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সৈয়দপুর পৌর স্বেচ্ছাসেবক লীগ শাখার সভাপতি মহসিন মন্ডল মিঠুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের (২৩) সংসদ সদস্য রাবেয়া আলীম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন, ভাইস চেয়ারম্যান আজমল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখতার হোসেন বাদল, উপজেলা নির্বাহী অফিসার এসএম গোলাম কিবরিয়া প্রমুখ।

বক্তারা সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধীদের নিয়ে ব্যতিক্রমী অনুষ্ঠানের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধীদের প্রতিভা বিকাশ এবং সমাজে একটি গ্রহণযোগ্য মর্যাদার জন্য সমাজের সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান।

এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।