সিরাজগঞ্জে মাদক মামলায় নারীর যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৭:০৬ পিএম, ২৪ এপ্রিল ২০১৯
প্রতীকী ছবি

সিরাজগঞ্জে মাদক মামলায় জোসনা বেগম (৪৪) নামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

বুধবার বিকেলে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বেগম ফাহমিদা কাদের আসামির উপস্থিতিতে এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত জোসনা বেগম সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর মহল্লার বাসিন্দা।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০০৮ সালের ২০ নভেম্বর রাতে মাহমুদপুর মহল্লায় জোসনা বেগমের বাড়িতে অভিযান চালায় র‌্যাব-১২ এর সদস্যরা। এ সময় ৩০ গ্রাম হেরোইনসহ জোসনা বেগমকে আটক করা হয়। এ ঘটনায় র‌্যাবের কর্মকর্তা এস এম ইব্রাহিম হোসেন বাদী হয়ে জোসনা বেগমকে প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলার তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুজনের নাম চার্জশিট থেকে বাদ দেয়া হয়। দীর্ঘ শুনানি শেষে বুধবার বিকেলে জোসনার বিরুদ্ধে এ রায় দেন আদালত।

ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।