আইসক্রিম বিক্রেতা কিশোরের মরদেহ উদ্ধার
খাগড়াছড়ির দীঘিনালা থেকে মো. সৌরভ (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে দীঘিনালা থানা পুলিশ। বৃহস্পতিবার সকালের দিকে দীঘিনালা উপজেলার মেরুং এলাকার জলিল টিলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পেশায় আইসক্রিম বিক্রেতা সৌরভ একই এলাকার সোবহানপুর গ্রামের মো. হারুন মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার থেকে নিখোঁজ ছিল সৌরভ। বৃহস্পতিবার সকালের দিকে রাবার বাগান এলাকায় স্থানীয়রা তার মৃতদেহ দেখত পায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
দীঘিনালা থানা পুলিশের ওসি উত্তম চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশ উদ্ধার করি। নিহতের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। তবে কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সেই বিষয়ে এখনও ধারণা করা যাচ্ছে না। পুলিশ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ করছে বলেও জানান তিনি।
মুজিবুর রহমান ভুইয়া/এফএ/জেআইএম