প্রাণ-আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্কে আলোচনা সভা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)
প্রকাশিত: ০৮:১৭ পিএম, ২৮ এপ্রিল ২০১৯

কর্মক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস উপলক্ষে শায়েস্তাগঞ্জের অলিপুরে অবস্থিত প্রাণ-আরএফএল গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল পার্কের উদ্যোগে র‌্যালি, আলোচনা, প্রশিক্ষণ, পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে পার্কে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে প্রাণ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে নিরাপদ কর্মপরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতিমূলক ভিডিও প্রজেক্টরের মাধ্যমে দেখানোর পর শপথ পাঠ করানো হয়।

ইন্ডাস্ট্রিয়াল পার্কের মহাব্যবস্থাপক হাসান মো. মঞ্জুরুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রাণ’র জ্যেষ্ঠ ব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ এহসানুল হাবিব জয়।

বক্তব্য দেন উপ-ব্যবস্থাপক (ফায়ার অ্যান্ড সেফটি) আসম মোস্তফা কামাল, উপ-ব্যবস্থাপক (মানবসম্পদ) রোজিনা আখতার, ব্যবস্থাপক (পিসিএল) সাইফুল ইসলাম, ব্যবস্থাপক (মান নিয়ন্ত্রণ) মো. শাকিল, জ্যেষ্ঠ ব্যবস্থাপক (পিএফএল) মো. আব্দুল লতিফ, ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার (প্রকৌশল) মো. ওমর ফারুক, ও মো. আব্দুল জব্বার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-ব্যবস্থাপক বিকাশ কর্মকার।

আলোচনা সভায় কর্মক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করায় বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে পুরস্কার প্রদান করেন ইন্ডাস্ট্রিয়াল পার্কের মহাব্যবস্থাপক হাসান মো. মঞ্জুরুল হক।

অনুষ্ঠানের অংশ হিসেবে কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে অনুষ্ঠিত সচেতনতামূলক প্রশিক্ষণ পরিচালনা করেন উপ-ব্যবস্থাপক (ফায়ার অ্যান্ড সেফটি) আসম মোস্তফা কামাল।

বিকেলে পার্কের প্রতিটি ডিপার্টমেন্টের অংশগ্রহণে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মহাব্যবস্থাপক। অনুষ্ঠান পরিচালনা করেন উপ-ব্যবস্থাপক (ইলেট্রিকাল, কমপ্লায়েন্স) মো. নিজামুল হক।

কামরুজ্জামান আল রিয়াদ/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।