স্কুটি নিয়ে বান্দরবান গেলেন চার নারী
নারীর নিরাপত্তা ও স্বাস্থ্য সচেতনতা সৃষ্টির জন্য স্কুটিতে চড়ে চার নারী পার্বত্য জেলা বান্দরবান সফর করেছেন। রোববার বান্দরবান সুয়ালক উচ্চ বিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন ভ্রমণভিত্তিক সংগঠন ট্রাভেলার্স অব বাংলাদেশের এই নারীরা।
এসময় স্কুলের শিক্ষার্থীদের নারীদের নিরাপত্তা, পুষ্টি, নারী স্বাস্থ্য সচেতনতা, বিপদে আত্মরক্ষার কৌশল, বয়ঃসন্ধিকালীন সমস্যা, বাল্যবিবাহ রোধ,পর্যটন ও দেশের মুক্তিযুদ্ধে সঠিক ইতিহাসসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন ।

ভ্রমণ কন্যা নামের এ দলটির নেতৃত্ব দেন ভ্রমণ ভিত্তিক সংগঠন ট্রাভেলার্স অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ঢাকা মেডিকেল কলেজের ইর্ন্টান চিকিৎসক ডা. সাবিয়া হক। সঙ্গে ছিলেন ডা. মানসী সাহা, সিলভী রহমান ও শামসুর রহমান সুমা।

আয়োজকরা জানিয়েছেন, সারা দেশে নারীদের সচেতন করতে ২০১৭ সালের ৬ এপ্রিল থেকে ভ্রমণ কন্যারা ২টি স্কুটি নিয়ে দেশ ভ্রমণ শুরু করেছে। রোববার তারা ৬১তম জেলা বান্দরবান সফর করেন। সোমবার দলটি রাঙ্গামাটিতে সচেতনতা মূলক অনুষ্ঠানে অংশ নেবে।
সৈকত দাশ/এমএএম/পিআর