গরমে স্বস্তির আশায় শরবতের দোকানে পথচারীরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০১:৪৯ পিএম, ৩০ এপ্রিল ২০১৯

গত এক সপ্তাহ ধরে মেহেরপুরে মৃদু ও মাঝারি দাবদাহ বিরাজ করছে। অস্বস্তির গরম যেন কিছুতেই কমছে না। বৈশাখের মাঝামাঝি থেকে প্রতিদিনই বাড়ছে তাপমাত্রা। সেই সঙ্গে তীব্র গরমে নাজেহাল মানুষ।

মেহেরপুর-চুয়াডাঙ্গা অঞ্চলে সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ৩৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। এ কারণে মেহেরপুর জেলার বিভিন্ন রাস্তায় এখন ঠান্ডা পানির শরবত বিক্রির ধুম পড়েছে। শহরের ওলিগলিতে শরবত বিক্রেতারা ব্যস্ত সময় পার করছেন। গরমে একটু স্বস্তির আশায় পথচারীরা ঝুঁকছেন শরবতের দোকানে।

পথচারী মাসুদ হাসান বলেন, খরতাপে দুপুরে ঘর থেকে বের হওয়া যাচ্ছে না। মোটরসাইকেল চালিয়ে গেলেও শরীরে গরমের আঁচ লাগছে। গরমে খাওয়া-দাওয়াসহ কোনো কিছু ভালো লাগছে না।

Meherpur-Picture

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছামাদুল ইসলাম জানান, আজ দুপুর সাড়ে ১২টায় মেহেরপুর-চুয়াডাঙ্গা অঞ্চলে ৩৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা সোমবারের চেয়ে ২ দশমিক ৩ ডিগ্রি কম। সোমবারের তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস। মে মাসের প্রথম সপ্তাহে তাপমাত্রা কিছুটা কমতে পারে।

এদিকে গত কয়েক দিনের গরমে প্রাণিকুল ওষ্ঠাগত। এছাড়া খেটে খাওয়া মানুষের কষ্টের সীমা নেই। প্রচণ্ড রোদের কারণে দুপুরে রাস্তা প্রায় জনশূন্য হয়ে পড়ছে। খুব গুরুত্বপূর্ণ কাজ ছাড়া ঘর থেকে বের হচ্ছে না মানুষ।

আসিফ ইকবাল/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।