ওভারটেক করতে গিয়ে অটোরিকশায় ধাক্কা, নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ১২:৫০ পিএম, ০৩ মে ২০১৯
প্রতীকী ছবি

নীলফামারীর সৈয়দপুরে বাসের ধাক্কায় ইজিবাইক চালকসহ দুজন নিহত হয়েছেন। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে সৈয়দপুর-নীলফামারী সড়কের ওয়াপদা গেটের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে দেবীগঞ্জগামী বাসটি ওই স্থানে ওভারটেক করার সময় পেছন থেকে ইজিবাইকটিকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন ইজিবাইকচালক মিন্টু (৩০)। এতে গুরুতর আহত হন ইজিবাইকের দুই যাত্রী।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইজিবাইকের যাত্রী আফতাব হোসেন (৪০)।

সৈয়দপুর থানা পুলিশের ওসি ঘটনাটি নিশ্চিত করে বলেন, বাসটি চিহ্নিত করার চেষ্টা চলছে।

জাহিদুল ইসলাম/এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।