মেয়েটির চিৎকারে পালিয়ে গেল দুই কিশোর বন্ধু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৫:২০ পিএম, ১০ মে ২০১৯
প্রতীকী ছবি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের পূর্বাশা আবাসিক এলাকাস্থ ইলিয়াস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে দুই বন্ধুকে আটক করেছে পুলিশ।

আটকরা হলো, একই এলাকার আব্দুর রহমানের ছেলে রাজা মিয়া (১৮) ও ভুরভুরিয়া চা বাগানের সুধীর রিকিয়াশনের ছেলে আকাশ রিকিয়াশন (১৮)।

পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার রাজা মিয়া ওই স্কুলছাত্রীকে ফুঁসলিয়ে পার্শ্ববর্তী একটি বাগানে নিয়ে যায়। সেখানে নেয়ার পর সে আকাশকে ডেকে নেয়। তারা দুইজন মিলে ধর্ষণের চেষ্টা চালালে মেয়েটি চিৎকার শুরু করে। তার চিৎকার শুনে আশেপাশে থাকা লোকজন ছুটে এসে মেয়েটিকে উদ্ধার করে এবং তারা পালিয়ে যায়। পরের দিন রাতে মেয়েটির বাবা বাদী হয়ে মামলা করলে পুলিশ দুইজকে আটক করে।

শ্রীমঙ্গল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুস সালেক এ তথ্য নিশ্চিত করে জাগো নিউজকে জানান, আসামিদের কোর্টে চালান দেয়া হয়েছে।

রিপন দে/এমএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।