ভূমধ্যসাগরে নৌকাডুবিতে মাদারীপুরের দুই যুবক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ১২:৪৪ পিএম, ১৫ মে ২০১৯
নিহত জাকির ও সজিব

লিবিয়া হয়ে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। এছাড়াও চার যুবক নিখোঁজ রয়েছেন বলে খবর পাওয়া গেছে।

স্বজনরা জানান, বছর খানেক আগে অবৈধপথে লিবিয়া যায় মাদারীপুরের কয়েকজন যুবক। এরপর অবৈধভাবে সমুদ্র পথে লিবিয়া হয়ে ইতালি যাওয়ার সময় সোমবার রাতে তিউনিসিয়ার উপকূলের কাছে ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনা ঘটে। এতে অর্ধশতাধিক বাংলাদেশি নিহত ও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। এদের মধ্যে মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের উত্তর শিরখাড়া এলাকায় আজিজ শিকদারের ছেলে সজিব হোসেন (২০) ও শিবচরের দত্তপাড়া ইউনিয়নের ৮নং চর গ্রামের সেকান্দার হাওলাদারের ছেলে জাকির হোসেন (২৮) নিহত হয়েছেন।

নিখোঁজরা হলেন- সদর উপজেলার বল্লভদী এলাকার আদেল উদ্দিন মাতুব্বরের ছেলে মনির হোসেন মাতুব্বর (২১) ও শ্রীনদী এলাকার জোবায়ের মাতুব্বরের ছেলে নাদিম মাতুব্বর (১৬), সদর উপজেলার মঠেরবাজার এলাকার মজিবুর রহমানের ছেলে সাইফুর ইসলাম (২৩) ও আলম দস্তার গ্রামের জাফর সিকদারের ছেলে নাইম সিকদার (১৯)। ভূমধ্যসাগরে নৌকাডুবিতে তারা নিখোঁজ রয়েছেন। উপার্জনক্ষম ব্যক্তিদের হারিয়ে প্রতিটি পরিবারে চলছে শোকের মাতম।

নিহত জাকির হোসেনের চাচাতো ভাই আরিফ হোসেন মুঠোফোনে বলেন, লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে দুটি ট্রলার যোগে আমরা রওয়ানা দেই। আমরা যেই ট্রলারে ছিলাম সেটা পার হতে পারলেও আমাদের পেছনে ট্রলারে থাকা ৭৫ জন যাত্রী নিয়ে ট্রলারটি সম্পূর্ণ ডুবে যায়। চোখের সামনে আমার ভাই জাকির হোসেনের মৃত্যু দেখতে হলো।

রেড ক্রিসেন্ট সোসাইটি মাদারীপুর শাখার যুব প্রধান শিশির হোসেন জানান, তিউনিসিয়ার উপকূলের কাছে নৌকা ডুবির ঘটনায় এই পর্যন্ত মাদারীপুরের ছয়জনের নাম জানা গেছে। এদের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে বলে শোনা যাচ্ছে।

এ কে এম নাসিরুল হক/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।