খাগড়াছড়িতে দুই তক্ষক ব্যবসায়ী আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০৫:২৬ পিএম, ১৭ মে ২০১৯

খাগড়াছড়ির দীঘিনালায় জাল টাকাসহ দুই তক্ষক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশ।শুক্রবার সকালে দীঘিনালা উপজেলার বোয়ালখালী বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ এক লাখ এক হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

আটকরা হলেন- নায়ারণগঞ্জের সোনারগাঁ থানার খৈতার গ্রামের মৃত মোসলেম আলীর ছেলে মো. শাহাদাত হোসেন। পরে তার দেয়া তথ্য মতে তক্ষক পাচার চক্রের অন্যতম হোতা মো. সাইদুল ইসলামকে দীঘিনালার রশিক নগর এলাকা থেকে আটক করে যৌথবাহিনী। আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, চক্রটি দীর্ঘদিন ধরে পাহাড় থেকে তক্ষক পাচার করে আসছিল।

দীঘিনালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব জানান, আটকদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মুজিবুর রহমান ভুইয়া/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।