পানিতে ডুবে মামা-ভাগনের করুণ মৃত্যু
প্রতীকী ছবি
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় পানিতে ডুবে মামা-ভাগনের মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১টার দিকে উপজেলার বড়গাবুয়া গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত দুই শিশু হলো- শাওন (৭) ও সিফাত (৬)। তারা সম্পর্কে মামা-ভাগনে। উপজেলার গোলখালী ইউনিয়নের বড়গাবুয়া গ্রামের আবু প্যাদার ছেলে শাওন ও একই এলাকার শাহিন মেলকারের ছেলে সিফাত।
গাবুয়া এলাকার বাসিন্দা মোসলেম বলেন, শনিবার দুপুরে মামা-ভাগনে মালকার বাড়ির সামনে খেলা করছিল। খেলার এক ফাঁকে বড় গাবুয়া মসজিদের সামনের খালে পড়ে ওই দুই শিশুর মৃত্যু হয়। বাড়ির লোকজন খোঁজাখুঁজি করার পর তাদেরকে খালের পানিতে ভাসতে দেখেন। পরে পানি থেকে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মহিব্বুল্লাহ্ চৌধুরী/এএম/এমকেএইচ