হারান মোল্লা বেঁকে বসায় শতশত শিক্ষার্থীর ভোগান্তি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৮:০৫ পিএম, ১৮ মে ২০১৯

নাটোরের সিংড়ায় দামকুরি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে শতশত শিক্ষার্থী ও গ্রামবাসী। শনিবার বেলা ১১টায় স্থানীয় সড়কে মানববন্ধন করে। এ সময় শিক্ষার আলো চাই, স্কুলমুক্ত চাই স্লোগানে মুখরিত হয়ে উঠে এলাকাটি।

জানা গেছে, ১৯৯০ সালে স্থানীয় কয়েকজনের সহযোগিতায় স্কুলটি প্রতিষ্ঠা লাভ করে। এরপর সরকারিভাবে সেখানে একটি স্কুলঘর নির্মাণ করা হয়। কিন্তু স্কুলে নিয়োগ বিষয়ে বনিবনা না হওয়ায় প্রতিষ্ঠাতা সদস্য হারান মোল্লা বেঁকে বসেন।

তিনি জমি ফেরত চেয়ে মামলা করেন। তার মৃত্যুর পর তার ছেলে ওবাদুর স্কুলটি দখল করে নেন এবং স্বপরিবারে বসবাস শুরু করেন। বর্তমানে মামলাটি চলমান রয়েছে। তবে দীর্ঘদিন থেকে প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, হয়নি দখলমুক্ত। এ অবস্থায় শনিবার স্থানীয় শতশত শিক্ষার্থী ও গ্রামবাসী স্কুলটি দখলমুক্ত করার জন্য মানববন্ধন করে।

natore-1

সম্প্রতি এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের শরণাপন্ন হন গ্রামবাসী। তিনি দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য সুলতান জানান, দামকুড়ি গ্রামের সবাই শিক্ষার পরিবেশ চায়, স্কুল দখলমুক্ত চায়। স্কুলের স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকায় গ্রামের দূর-দূরান্তে গিয়ে কোমলমতি শিক্ষার্থীদের ক্লাস করতে হচ্ছে। তিনি দ্রুত স্কুল চালু করার দাবি জানান।

রেজাউল করিম রেজা/এমআরএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।