চিকিৎসা অবহেলায় মারা গেল চিত্রা হরিণটি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ১১:০৭ এএম, ২২ মে ২০১৯

ফেনীর লোকালয় থেকে উদ্ধারকৃত চিত্রা হরিণটি চিকিৎসা অবহেলায় মারা গেছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হরিণটি মারা যায়। বন বিভাগের সোনাগাজী উপজেলা রেঞ্জ কর্মকর্তা জসিম উদ্দিন মুন্সী এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সোনাগাজীর চরচান্দিয়া ইউনিয়নের মোহাম্মদপুর এলাকা থেকে হরিণটি উদ্ধার করে এলাকাবাসী।

রেঞ্জ কর্মকর্তা জসিম উদ্দিন মুন্সী বলেন, আটক করার সময় চিত্রা হরিণটি সামান্য আহত হয়েছিল। হরিণটি চিকিৎসা ও অবমুক্ত করা জন্য বিকেল সাড়ে ৩টার দিকে আমার কাছে বুঝিয়ে দেয়া হয় । হরিণটি বুঝিয়ে নেয়ার পর দ্রুত জেলা প্রাণিসম্পদ অফিসে চিকিৎসার জন্য নেয়া হয়। কিন্তু জেলা প্রাণিসম্পদ অফিসটি বন্ধ পাই। চিকিৎসকের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করেও কোনো চিকিৎসক পাওয়া যায়নি। ফলে আহত হরণটি বিনা চিকিৎসায় মারা যায়।

বন বিভাগের ফেনী সদর উপজেলা রেঞ্জ কর্মকর্তা তপন চন্দ্র দাস বলেন, হরিণটা ধরার সময় আহত হয়েছিল। এর পর দীর্ঘ সময় সোনাগাজী মডেল থানায় চিকিৎসাহীন অবস্থায় পড়ে ছিল। বুধবার মৃত হরিণটির ময়নাতদন্ত করা হবে।

সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহেল পারভেজ বলেন, হরিণটির মৃত্যুর জন্য কারও দায়িত্ব অবহেলা আছে কি-না তা খতিয়ে দেখা হবে।

আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।