ইতেকাফে বসা নিয়ে দুইপক্ষের সংঘর্ষে আহত ১৫

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৬:১১ পিএম, ২৫ মে ২০১৯

মাগুরার মহম্মদপুর উপজেলায় মসজিদে ইতেকাফে বসা নিয়ে মুসল্লিদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মসজিদের সভাপতি ও নারীসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের মহেষপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, শুক্রবার উপজেলার মহেষপুর পশ্চিমপাড়া জামে মসজিদে ইতেকাফে বসা নিয়ে মসজিদের সভাপতি আলি আফজাল ফকিরের সঙ্গে ইউপি মেম্বার নজিরের বাগবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। পরে এলাকায় এ ঘটনা ছড়িয়ে পড়লে উভয় পক্ষ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত আলামীন (২৪), ইমরান (৩২), আবু বক্কার মোল্যা (১৮), আলী আফজাল ফকির (৬৫), মহিউদ্দিন (২১), নাসরিন আক্তার (২০), বিল্লাল (১৭) ও আলেয়াকে (৫৫) মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহম্মদপুর থানা পুলিশের ওসি মো. রবিউল হোসেন বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে এলাকায় এখন পরিস্থিতি শান্ত রয়েছে। পুনরায় সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।