টাঙ্গুয়ার হাওরে নৌকা ডুবে প্রাণ গেল দুই জেলের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৬:০১ পিএম, ৩০ মে ২০১৯
ফাইল ছবি

সুনামগঞ্জের ধর্মপাশায় নৌকা ডুবে দুই জেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে টাঙ্গুয়ার হাওরের ধর্মপাশা অংশ থেকে তাদের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

নিহতরা হলেন- উপজেলার মধ্যনগর থানাধীন বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা আইয়ূব খানের ছেলে শাহ জামাল (৩০) ও একই ইউনিয়নের ক্ষিদিরপুর গ্রামের মৃত সামাদ আলী ওরফে সাবির উদ্দিনের ছেলে কবুল হোসেন (৫০)।

স্থানীয় সূত্রে জানা যায়, শাহ জামাল ও মকবুল হোসেন ভোরে নৌকা নিয়ে টাঙ্গুয়ার হাওরে মাছ ধরতে যান। এ সময় ঝড়ো বাতাসের কবলে পড়লে নৌকা উল্টে নিখোঁজ হন তারা। নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর দুপুরে হাওরে মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয় লোকজন তাদের মরদেহ উদ্ধার করে।

মধ্যনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম নেওয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মোসাইদ রাহাত/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।