৮ পদের ইফতারির দাম ২ টাকা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৯:৪২ পিএম, ৩০ মে ২০১৯

সুনামগঞ্জ শহরে মাত্র দুই টাকায় সুবিধাবঞ্চিতদের ইফতারের আয়োজন করেছে বিশ্বজন রক্তদান ও স্বেচ্ছাসেবী সংগঠন ও আলোর পথ সমাজ কল্যাণ সংগঠন। আট পদ দিয়ে সাজানো দুই টাকার ইফতার কিনতে সুবিধাবঞ্চিত মানুষজনকে ভিড় করতে দেখা যায়।

বৃহস্পতিবার বিকেল থেকে শহরের বিভিন্ন পয়েন্টে নামমাত্র মূল্যের ইফতার সামগ্রী বিতরণ করেন সংগঠনের কর্মীরা। এত অল্প দামে ইফতার কিনে অনেকেই খুশি হয়েছেন।

Sunamgonj

সংগঠনের কর্মীরা জানান, সারাদিন রোজা রেখে ইফতারের জন্য খাবার জোগাড় করতে পারেন না সু্বধিাবঞ্চিতদের অনেকেই। তাদের জন্যই বিশ্বজনের উদ্যোগে তাদের নিজস্ব অর্থায়নে আয়োজন করা হয়েছে দুই টাকায় ইফতারের।
দুই টাকায় ভালো মানের ইফতার পেয়ে দারুণ খুশি দরিদ্র মানুষেরা।

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পথচারীরা। সংগঠনের সবাই শিক্ষার্থী। এবার ঈদের টাকা দিয়ে অসহায় মানুষের উপকার করবেন এমন মনোভাব থেকেই এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান সংগঠনের সঙ্গে কাজ করা শিক্ষার্থীরা।

মোসাইদ রাহাত/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।