বিদ্যুতের তারে জড়িয়ে প্রাণ গেল গৃহবধূর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ১২:৫২ পিএম, ০১ জুন ২০১৯
প্রতীকী ছবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ময়মনা বেগম (৩৪) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। শনিবার সকালে ১০টার দিকে উপজেলার দরবস্তা ইউনিয়নের গোসাইপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ময়মনা বেগম দরবস্তা ইউনিয়নের গোসাইপুর গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী।

দরবস্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম ও স্থানীয়রা জানান, ময়মনা বেগম সকালে নিজ বাড়িতে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বাড়ির উঠানে ঝুলানো বিদ্যুতের তারে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জাহিদ খন্দকার/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।