ঝিনাইদহে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৮:১৪ পিএম, ০১ জুন ২০১৯
প্রতীকী ছবি

নদীতে কাপড় ধুতে গিয়ে ঝিনাইদহে এক প্রতিবন্ধী তরুণী (১৭) ধর্ষণের শিকার হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শৈলকুপা উপজেলার যাদবপুর গ্রামে এ ঘটনা ঘটে। ওই তরুণীকে পাটক্ষেতে নিয়ে ধর্ষণ করেন একই গ্রামের ছাব্দুল মোল্লার ছেলে রাব্বুল মোল্লা (২১)।

রাব্বুল মোল্লা শৈলকুপার ফুলহরি আলমডাঙ্গা আব্দুল হাই কলেজের ছাত্র। এ ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। পরে ওই তরুণীকে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে রাত ১টার দিকে তাকে হাসপাতালে দেখতে যান শৈলকুপা সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুর রহমান। সেখানে তিনি ওই তরুণীর বক্তব্য রেকর্ড করেন।

মেয়েটির ভাই অভিযোগ করেন, তার প্রতিবন্ধী বোনকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে রাব্বুল মোল্লা ধর্ষণ করেছে।

শৈলকুপা থানা পুলিশের ওসি আইয়ুবুর রহমান জানান, এ ঘটনায় শনিবার সকালে ধর্ষিতার পরিবার থানায় মামলা করে। রাব্বুল মোল্লাকে আটকের চেষ্টা চলছে।

আব্দুল্লাহ আল মাসুদ/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।