পটুয়াখালীতে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৫:০৫ পিএম, ০৩ জুন ২০১৯

পটুয়াখালীতে মো. শাহীন আহমেদ (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। সোমবার দুপুরে পটুয়াখালী বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মো. শহিদুল্লাহ এ রায় দেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১৩ জুন সন্ধ্যা সাড়ে ৬টায় শহরের লোহালিয়া খেয়াঘাটের পূর্ব দিকে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে ২৫ বোতল ফেনসিডিলসহ মো শাহীন আহমেদকে আটক করে। ওইদিনই পটুয়াখালী সদর থানায় র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের ডিএডি আনোয়ার হোসেন বাদী হয়ে শাহীনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। ২০১৬ সালের ১৮ জুলাই তদন্ত শেষে পুলিশের এসআই হুমায়ুন কবির তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত সোমবার এ আদেশ দেন। আসামি শাহীন আহমেদ জামিনে বের হওয়ার পর থেকে পলাতক রয়েছেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন স্পেশাল পিপি অ্যাডভোকেট কেবিএম আরিফুল হক টিটু এবং আসামিপক্ষে অ্যাডভোকেট শংকর লাল কর্মকার।

আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।