ঈদ শপিং শেষে ঘরে ফেরা হলো না তাদের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ১১:১২ এএম, ০৪ জুন ২০১৯

গোপালগঞ্জে মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আরেক মোটরসাইকেল আরোহীসহ ৬ মাইক্রোবাসযাত্রী আহত হয়েছেন।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর উত্তরপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া গ্রামের মকিত মোল্লার ছেলে নয়ন মোল্লা (২৫) ও একই গ্রামের সৈয়দ লিটনের ছেলে সৈয়দ ওয়ালিদ (২২)।

নিহতদের স্বজনরা জানান, রাত ১০টার দিকে গোপালগঞ্জ শহর থেকে ঈদের শপিং শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তিনজন। এ সময় খুলনাগামী একটি মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নয়ন মোল্লা ও সৈয়দ ওয়ালিদের মৃত্যু হয়। আহত হন অপর আরোহীসহ ৬ মাইক্রোবাস যাত্রী।

গোপীনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক হযরত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

এস এম হুমায়ূন কবীর/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।