ফতুল্লার লামাপাড়ায় একদিন আগেই ঈদ জামাত অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ১১:৪৪ এএম, ০৪ জুন ২০১৯

সৌদি আরবের সঙ্গে মিলিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লার লামাপাড়া এলাকায় পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। তবে একদিন আগেই ঈদের নামাজ অনুষ্ঠিত হওয়ায় ঐ এলাকার সাধারণ মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

প্রতি বছরের ন্যায় এ বছরও সৌদি আরবের সঙ্গে মিল রেখে মঙ্গলবার (৪ জুন) সকাল ১০টায় ফতুল্লার লামাপাড়াস্থ হযরত শাহ্ সুফী মমতাজিয়া এতিমখানা ও হেফজখানা মাদরাসায় ‘জাহাগিরিয়া তরিকার’ অনুসারীরা ঈদুল ফিতরের নামাজ আদায় করেছে।

ঈদ জামাতে ইমামতি করেন হযরত শাহ্ সুফী মমতাজিয়া মাদরাসার মুফতি মাওলানা আনোয়ার হোসেন শুভ।

এদিকে এই ঈদ জামাতে অংশ নিতে গাজীপুরের টঙ্গী, ঢাকার কেরানীগঞ্জ, পুরাতন ঢাকা, ডেমরা, সাভার এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জ, বন্দর ও সোনারগাঁ উপজেলা থেকে মুসল্লিরা অংশ নেয়। তারা সারা দেশের একদিন আগে ঈদ উৎসব পালন করেন।

মো. শাহাদাত হোসেন/এমএমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।