১০ হাজার টাকায় ছাগল কিনে দুই যুবক ধরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৯:৪১ পিএম, ০৪ জুন ২০১৯

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় জাল টাকা দিয়ে ছাগল কিনতে গিয়ে আব্দুল কাদির (৩০) ও জনি (২০) নামে প্রতারক গ্রেফতার হয়েছেন।

শিবগঞ্জের লক্ষ্মীপুর থেকে মঙ্গলবার দুপুরে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার কাদির সদর উপজেলার মহারাজপুর গ্রামের সালাম মিস্ত্রির ছেলে ও জনি একই এলাকার মমিমুল ইসলামের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রিপন কুমার বলেন, বেলা আড়াইটার দিকে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে ছাগল কিনতে যান জনি ও কাদির। লক্ষ্মীপুর এলাকার মিন্টু বিশ্বাসের একটি ছাগল পছন্দের পর ১০ হাজার টাকায় ছাগলটি কিনে নেন তারা। টাকা বুঝে নেয়ার সময় মিন্টুর সন্দেহ হলে সবগুলো টাকা ভালোভাবে পরীক্ষা করতে গিয়ে দেখেন জাল টাকা।

এসআই রিপন কুমার আরও বলেন, বিষয়টি বুঝতে পরে জনি ও কাদির পালানোর চেষ্টা করলে স্থানীয়দের সহায়তায় ছাগলের মালিক তাদের গ্রেফতার করে পুলিশের হাতে তুলে দেয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে।

এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।