ঘরে ফেরা হলো না দুই বন্ধুর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক পিরোজপুর
প্রকাশিত: ০২:৩৫ এএম, ০৬ জুন ২০১৯

 

ঈদের খুশিতে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে ঘরে ফেরা হলো না পিরোজপুর পৌর শহরের পিটিআই সংলগ্ন কুমারখালী এলাকার সোহান সেখ (২৭) ও স্বপন সাহার (২৯) নামে দুই বন্ধুর।

মঙ্গলবার রাত ৮টার দিকে পিরোজপুরের বলেশ্বর ব্রিজের ঢালে পার্শ্ববর্তী বাগেরহাট জেলার মহিষপুরা এলাকার পিরোজপুর-খুলনা আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় তাদের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেলে থাকা আরও দু’জন গুরুতর আহত হন।

নিহত সোহান সেখ পিরোজপুর শহরের পিটিআই সংলগ্ন কুমারখালী এলাকার আফজাল খানের ছেলে ও স্বপন সাহা একই এলাকার মহাদেব সাহার ছেলে। আহতরা হলেন একই এলাকার করম আলীর পুত্র রহিম (২৭)। তাদের পিরোজপুর জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো করা হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী হুমায়ুন জানান, পিরোজপুর-খুলনা আঞ্চলিক মহাসড়কে বলেশ্বর ব্রিজের ঢালে একটি মোটরসাইকেলে তিনজন ও অন্য একটি মোটরসাইকেলে একজন বেপরোয়াভাবে চালাচ্ছিল। হঠাৎ মোটরসাইকেল দু’টি পাশাপাশি ধাক্কা লেগে দু’দিকে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই দু’জন মারা যায় ও দু’জন গুরুতর আহত হয়।

নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, সোহান, স্বপন ও রহিম তিন বন্ধু মিলে সন্ধ্যায় মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। এ সময় তারা বলেশ্বর ব্রিজ পেরিয়ে বাগেরহাটের মহিষপুরা এলাকায় গেলে অন্য একটি মোটরসাইকেল তাদের ধাক্কা দেয়।

মাহামুদুর রহমান মাসুদ/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।