প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় বিএনপি নেতাকে পুলিশে দিল এলাকাবাসী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০২:৫৪ পিএম, ০৭ জুন ২০১৯

ফেসবুকে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

গ্রেফতার আতাউর রহমান স্টার (৩২) জেলার শিবগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে ও দূর্লভপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক।

শিবগঞ্জ থানা পুলিশের এসআই মুকুল চন্দ্র জানান, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে বৃহস্পতিবার দিবাগত রাতে শিবগঞ্জ উপজেলার পিয়ালীমারি বাজার থেকে আতাউরকে গ্রেফতার করা হয়। তিনি বেশ কিছুদিন থেকে ফেসবুকে ও মৌখিকভাবে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে আসছিলেন। বিষয়টি নিয়ে স্থানীয়রা তাকে নিষেধ করলেও তিনি কথা না শোনায় বৃহস্পতিবার রাতে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোর্পদ করে।

আব্দুল্লাহ/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।