বিয়ের পরদিন বর নিখোঁজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৮:৫৯ পিএম, ০৯ জুন ২০১৯

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় বিয়ের পরদিন আহসান হাবীব রোমান (৩০) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। শনিবার উপজেলার যাদবপুর ইউনিয়নের বোয়ালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিখোঁজ রোমান ওই গ্রামের মজিবর রহমানের ছেলে। এ ব্যাপারে নিখোঁজ বরের পরিবারের পক্ষ থেকে রোববার দুপুরে সখীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

নিখোঁজ বরের পারিবারিক সূত্রে জানা যায়, আহসান হাবীব রোমান পেশায় একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। ঢাকায় একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছেন। ঈদের ছুটিতে বাড়ি এসে বিয়ের প্রস্তুতি ছিল তার। ঈদের দুদিন পর গত (৭ জুন) শুক্রবার সখীপুর উপজেলার বহুরিয়া চতলবাইদ গ্রামের ফজলুল হক লিটনের মেয়ে মরিয়ম আক্তারের সঙ্গে তার বিয়ে হয়। ওই দিনই কনেকে রোমানের বাড়ি নিয়ে যাওয়া হয়। পরদিন শনিবার বেলা ১১টায় উপজেলার যাদবপুর ইউনিয়নের বোয়ালী বাজার থেকে বর রোমান নিখোঁজ হন।

রোমানের বড় ভাই সুমন রানা বলেন, বিশেষ কাজ আছে বলে স্থানীয় বাজারে রোমান গিয়ে আর বাড়ি ফিরে আসেনি। তার মোবাইল বন্ধ। সম্ভাব্য সব জায়গায় খুঁজে তাকে পাওয়া যায়নি বলে পরিবারের সবাই চিন্তিত।

রোমানের ফুফাত ভাই মোহাম্মদ মাসুম বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। নববধূ ঘরে রেখে কেউ কি হারিয়ে যায়। যেখানে আছে আমরা তার সন্ধান চাই।

রোমানের বাবা মজিবর রহমান বলেন, শনিবার আমাদের বাড়িতে বৌভাতের আয়োজন করা হয়েছিল। বাড়িজুড়ে আত্মীয়-স্বজনে ভরে যায়। অথচ আমার ছেলে কাউকে কিছু না বলে বৌভাতের অনুষ্ঠান ফেলে কোথায় হারিয়ে গেল জানি না। আমি তার সন্ধান চাই।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সখীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করার জন্য কাজ করছে পুলিশ।

আরিফ উর রহমান টগর/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।