পানি কলা বিস্কুট থেকে সাবধান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৬:৪৬ পিএম, ১২ জুন ২০১৯

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় একটি ইজিবাইকসহ মলম পার্টির দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তারা ভয়ঙ্কর মলম (অজ্ঞান) পাটির সক্রিয় সদস্য।

বুধবার উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তায় রহমান ম্যানশনের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, আড়াইহাজার উপজেলার মনোহরদীর সাইজউদ্দিনের ছেলে ফারুক (৩২) ও নোয়াখালীর বেগমগঞ্জ থানার হাজীপুর এলাকার মানিক মিয়ার ছেলে শামসুর রহমান (২৫)।

সোনারগাঁ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, মলম পাটির দুই সদস্যকে গ্রেফতারের পর তাদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা সিএনজি অটোরিকশার ড্রাইভারদের এক জায়গা থেকে অন্য জায়গা যাওয়ার কথা বলে ভাড়া করে। যাওয়ার পথে ওরা পানি, কলা ও বিস্কুট খাওয়ার সময় মিষ্টি মিষ্টি কথা বলে ড্রাইভারকেও ওদের ঘুমের ওষুধের তৈরি বিস্কুট খাওয়ায়। এর কয়েক মিনিট পর ড্রাইভার অচেতন হয়ে পড়লে মলম পার্টির সদস্যরা সিএনজি, অটোরিকশা নিয়ে চলে যায়। তাদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মামলা দায়ের করা হয়।

শাহাদাত হোসেন/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।