স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামীর যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৩:৩৮ পিএম, ১৯ জুন ২০১৯
প্রতীকী ছবি

নাটোরের বাগাতিপাড়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী মারুফ হাসানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মকবুল আহসান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত মারুফ হাসান বাগাতিপাড়া উপজেলার চন্দ্রখৈড় গ্রামের বজলুর রহমানের ছেলে।

মামালা সূত্রে জানা যায়, ২০১৫ সালে বাগাতিপাড়ার চন্দ্রখৈড় গ্রামের মারুফ হাসানের সঙ্গে একই উপজেলার রামাগাড়ী গ্রামের ইসমত আরা ইমার বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকসহ বিভিন্ন কারণে স্বামী ও স্ত্রীর মধ্যে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ২০১৬ সালের ৮ জুন মারুফ হাসান তার স্ত্রী ইসমত আরা ইমাকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করেন। হত্যার পরে মারুফ হাসান পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী তাকে ধরে পুলিশে দেয়। এ ঘটনায় ওইদিনই নিহত ইসমত আরা ইমার বাবা ইনামুল হক বাদী হয়ে মারুফ হাসানকে অভিযুক্ত করে বাগাতিপাড়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

রেজাউল করিম রেজা/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।