নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন করতে হবে : কবিতা খানম
নির্বাচন কমিশনার কবিতা খানম বলেছেন, নির্ভুল ভোটার তালিকা প্রণয়নের ক্ষেত্রে সবাইকে সচেতন হতে হবে। অতীতের মতো যেন ভোটার তালিকা প্রণয়নে ভুল করে জনগণকে হয়রানি করা না হয়, সেদিক খেয়াল রাখতে হবে।
শনিবার বিকেলে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।
কবিতা খানম বলেন, অতীতে প্রণীত ভোটার তালিকায় ভুল-ত্রুটি থাকায় জনসাধারণ অনেক হয়রানির শিকার হয়েছেন। ভবিষ্যতে ভোটার তালিকা প্রণয়নে যেন ভুল না হয়। জনসাধারণকে আর যেন হয়রানির শিকার হতে না হয়। সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে সেদিকে খেয়াল রাখতে হবে।
সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোলেমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রংপুর বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জিএম সাহতাব উদ্দিন, গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর কবির, গাইবান্ধা জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমান ও সুন্দরগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা সেকান্দার আলী প্রমুখ।
জাহিদ খন্দকার/এএম/এমএস