কাবা শরিফ অবমাননা করায় যুবককে গণপিটুনি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ১২:২৯ পিএম, ২৫ জুন ২০১৯

নড়াইলে পবিত্র কাবা শরিফ অবমাননা করায় তনু দত্ত (২৭) নামে একজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। পুলিশ তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেছে।

মঙ্গলবার (২৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উজিরপুর এলাকায় এ ঘটনা ঘটে। তনু নড়াইল পৌরসভার কাশিয়াড়া গ্রামের গৌতম দত্তের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ২৩ জুন তনু দত্ত ফেসবুকে নিজের আইডিতে পবিত্র কাবা শরীফকে অবমাননা করে একটি ছবি শেয়ার করে। এতে এলাকাবাসীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মঙ্গলবার স্থানীয় উজিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে তনুকে পেয়ে এলাকাবাসী গণপিটুনি দেয়। পরে পুলিশকে জানালে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে পুলিশ।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত অবস্থায় তনুকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাফিজুল নিলু/এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।