পাহাড়ি ঢলে কলমাকান্দার ১৫ গ্রাম প্লাবিত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৫:৩৯ পিএম, ২৭ জুন ২০১৯

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ও দুইদিনের বিরামহীন বৃষ্টির পানিতে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে।

গত মঙ্গলবার রাত থেকে বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত টানা বর্ষণে এবং ভারতের মেঘালয় রাজ্য থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলার লেংগুরা, খারনৈ ও রংছাতি ইউনিয়নের বিশাউতি, গজারিকান্দা, চৈতা, রামনাথপুর, পাঁচগাও, কৃষ্ণপুরসহ ১৫টি গ্রাম পানিতে প্লাবিত হয়েছে।

তবে বর্তমানে বৃষ্টি বন্ধ হওয়ায় প্লাবিত এলাকা থেকে পানি কমতে শুরু করছে।

dhol-1-(1)

বৃহস্পতিবার দুপুরে কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।

তিনি জানান, সীমান্তের ওপারে মেঘালয় পাহাড়ে অতিবৃষ্টি হলে কলমাকান্দার নিচু অঞ্চলে পানি ঢুকে যায়। আবার কয়েক ঘণ্টা পর পানি নেমে যায়। আর বৃষ্টি না হলে ক্ষয়ক্ষতি কম হবে।

কামাল হোসাইন/এমবিআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।