একসঙ্গে দুই ভাইয়ের করুণ মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৮:৩৪ পিএম, ০২ জুলাই ২০১৯
ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।

তারা হলো- গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের শহীদুল ইসলামের ছেলে নাইম (৪) ও রহনপুর পৌর এলাকার মাস্টারপাড়া মহল্লার মিজানুর রহমানের ছেলে সাইয়ুম (৫)। শিশু নাইম ও সাইয়ুম মামাতো-ফুপাতো ভাই।

মৃত দুই শিশুর পরিবার ও পুলিশ জানায়, গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের জিনারপুর গ্রামে নানির বাড়ি বেড়াতে যায় দুই শিশু। মঙ্গলবার দুপুর ১টার দিকে গোসল করার জন্য নাইম ও সাইয়ুম পুকুরে নামে এবং ডুবে যায়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

মোহা. আব্দুল্লাহ/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।