অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী আবু সুফিয়ানকে ধরল পুলিশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৬:১৮ পিএম, ০৮ জুলাই ২০১৯

নোয়াখালীর সেনবাগ উপজেলায় অভিযান চালিয়ে অস্ত্র-গুলি ও ইয়াবাসহ আট মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী আবু সুফিয়ান ও তার সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র (এলজি), ১১ রাউন্ড গুলি, একটি গুলির খোসা, তিনটি ককটেল ও ১৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন উত্তর মোহাম্মদপুর গ্রামের হাজী জালাল আহম্মদের ছেলে আবু সুফিয়ান ও একই এলাকার রমজান আলীর ছেলে মো. আনোয়ার হোসেন প্রকাশ তারেক।

পুলিশ জানায়, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উত্তর মোহাম্মদপুর গ্রামের মন্ত্রীরটেকের জালাল মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে সন্ত্রাসীদের আত্মসমর্পণের আহ্বান জানানো হয়। কিন্তু সন্ত্রাসীরা পুলিশের আহ্বানে কর্ণপাত না করায় আবু সুফিয়ানের বসতঘর ঘিরে ফেলে। এ সময় আবু সুফিয়ান ও তার সহযোগী আনোয়ার হোসেন প্রকাশ তারেককে গ্রেফতার করে পুলিশ। পরে সুফিয়ানের বসতঘরে তল্লাশি চালিয়ে একটি দেশীয় অস্ত্র, ১১ রাউন্ড গুলি, এক রাউন্ড গুলির খোসা, ১৪০ পিস ইয়াবা ও তিনটি ককটেল উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় সেনবাগ থানায় অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা করা হয়েছে। সোমবার দুপুরে তাদেরকে নোয়াখালী আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সেনবাগ থানা পুলিশের (ওসি-তদন্ত) আবদুল আলী পাটোয়ারী বলেন, শীর্ষ সন্ত্রাসী আবু সুফিয়ান ও তার সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে তাদের।

মিজানুর রহমান/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।