বাড়ছে তিস্তার পানি, খুলে দেয়া হয়েছে ৪৪টি জলকপাট
ভারি বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে তিস্তা নদীতে বন্যা দেখা দিয়েছে। মঙ্গলবার সকাল ৬টা থেকে দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার (৫২.৬০) দশমিক ১০ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। এতে করে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রেখে পরিস্থিতি মোকাবেলা করছেন সংশ্লিষ্টরা।
তবে পানি বৃদ্ধির কারণে তিস্তা নদী সংলগ্ন নীলফামারীর ডিমলা, জলঢাকা এবং লালমনিরহাটের হাতিবান্ধা, কালিগঞ্জ উপজেলার চর ও চরের গ্রামগুলোতে ঢলের পানি প্রবেশ করেছে বলে জনপ্রতিনিধিরা জানিয়েছে।
পানি উন্নয়ন বোর্ড ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন জানান, ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে তিস্তা নদীতে পানি বৃদ্ধি পেয়েছে।
ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান ময়নুল হক জানান, তিস্তা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় চর ও চর বেষ্টিত গ্রামগুলোর মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে। পরিস্থিতি বেশি খারাপ হলে সরকারের দেয়া নৌকায় মানুষজনকে নিরাপদে সরিয়ে আনা হবে।
ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল লতিফ বলেন, ঝাড়সিংশ্বরসহ নিচু এলাকায়
তিস্তা নদীর পানি প্রবেশ করেছে।
ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার মুন জানান, বৃষ্টিপাত অব্যাহত থাকলে চর ও চরের গ্রামগুলো তলিয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে। জনপ্রতিনিধিদের এলাকায় খোঁজখবর নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
জাহেদুল ইসলাম/আরএআর/এমএস