মালিক-শ্রমিক দ্বন্দ্বে যাত্রীদের ভোগান্তি চতুর্থদিনে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০৯:০০ এএম, ১৪ জুলাই ২০১৯

বাস মালিক ও শ্রমিকদের দ্বন্দ্বের জের ধরে মেহেরপুরে চতুর্থ দিনের মতো আন্তঃজেলার সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। সকাল থেকে মেহেরপুর-কুষ্টিয়া, মেহেরপুর-চুয়াডাঙ্গা, মেহেরপুর-মুজিবনগর সড়কের কোন রুটে বাস ছেড়ে যায়নি। ফলে চরম বিপাকে পড়েছে সাধারণ যাত্রীরা।

এদিকে শুক্রবার বিকেলে এক সংবাদ সম্মেলনে বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ গোলাম রসুল বলেন, শ্রমিকদের কোনো অন্যায় দাবি মেনে নেয়া হবে না। তারপরও তারা মালিকদের সঙ্গে বসলে যে সিদ্ধান্ত হবে সেটি লিখিতভাবে দিতে হবে। তারপর বাস চলাচল শুরু হবে।

অপরদিকে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান বলেন, বর্তমান নিয়মে শ্রমিকদের ৩৬ দিন গাড়ি চালিয়ে ৪৬ দিন বসে থাকতে হয়। ফলে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন তারা।

তিনি বলেন, এ কারণে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে দু’বার বাস চলাচলের পরিবর্তে একবার চালানোর দাবি শ্রমিকদের। এটি তাদের যৌক্তিক দাবি বলেও মনে করেন তিনি।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১১ জুলাই) থেকে বাস মালিক ও শ্রমিকদের দ্বন্দ্বের জের ধরে মেহেরপুরের সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

আসিফ ইকবাল/এমএমজেড/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।