মেহেরপুরে ৬ দিন পর আন্তঃজেলা বাস চলাচল শুরু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০৩:২৩ পিএম, ১৬ জুলাই ২০১৯
ফাইল ছবি

টানা ছয় দিন পর ধর্মঘট প্রত্যাহার করেছে মেহেরপুর মোটর শ্রমিক ইউনিয়ন। এর ফলে আজ (মঙ্গলবার) দুপুর থেকে আন্তঃজেলার সব রুটে লোকাল বাস চলাচল শুরু হয়েছে।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুপুর সাড়ে ১২টার দিকে জেলা ও পুলিশ প্রশাসন, বাস মালিক সমিতি ও মোটর শ্রমিক ইউনিয়ন প্রতিনিধিদের বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহারের করেন শ্রমিকরা।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, আন্তঃজেলার সব রুটে টানা ৩৬ দিন বাস বাস চলাচলের পর ৪৬ দিন বাস বন্ধ রাখতে হয়। এ সময় কোনো কাজ না পেয়ে পরিবার নিয়ে শ্রমিকদের মানবেতর জীবন যাপন করতে হয়। বাস বন্ধের সময়সীমা কমাতে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে প্রতিটি বাস দিনে দু’বার চলাচলের পরিবর্তে একবার চালানোর দাবিতে ১১ জুলাই থেকে ধর্মঘট শুরু করেন শ্রমিকরা।

এদিকে কোনো আলোচনা ছাড়াই ধর্মঘট করায় মালিকরাও কঠোর অবস্থানে ছিলেন। ইচ্ছেমত ধর্মঘট ডেকে জনভোগান্তি বন্ধ এবং আলোচনার মধ্য দিয়ে সব সমস্যার সমাধানের দাবিতে অনড় ছিলেন তারা।

মেহেরপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে সমঝোতার মাধ্যমে বিষয়টির সমাধান হয়েছে। আশা করছি এ নিয়ে আর দ্বন্দ্ব হবে না।

আসিফ ইকবাল/এমএমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।