চাঁদপুরে নৌ-শ্রমিকদের কর্মবিরতিতে ভোগান্তি চরমে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৯:০২ এএম, ২৫ জুলাই ২০১৯
ফাইল ছবি

১১ দফা দাবিতে চাঁদপুরে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকা লাগাতার কর্মবিরতি চলছে। এতে চাঁদপুর থেকে সব নৌরুটে লঞ্চসহ অন্যান্য নৌযান চলাচল বন্ধ রয়েছে। অভ্যন্তরীণ রুটের নৌযানগুলো শহরের পুরাতন লঞ্চঘাটের ডাকাতিয়া নদীতে নোঙর করে রাখা হয়েছে।

এদিকে নৌযান বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন চাঁদপুরের দক্ষিণাঞ্চলসহ আশপাশের বিভিন্ন জেলার হাজার হাজার যাত্রী। বিশেষ করে ঢাকামুখী লঞ্চ যাত্রীদের চাঁদপুর লঞ্চঘাটে এসে ফিরে যেতে হচ্ছে।

সরেজমিনে গেলে যাত্রীরা জানান, পূর্ব ঘোষণা ছাড়া এই নৌযান ধর্মঘট সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে ফেলেছে।

নৌযান শ্রমিক ফেডারেশন চাঁদপুর শাখার সভাপতি হারুনুর রশীদ ও সাধারণ সম্পাদক রওশন মাস্টার বলেন, গত ১৯ এপ্রিল শ্রমিক, মালিক ও সরকার পক্ষের মধ্যে ত্রিপাক্ষিক বৈঠকে সিদ্ধান্ত হয়, ৪৫ কার্যদিবসের মধ্যে আমদের ১১ দফা দাবি পূরণ করা হবে। এরই ধারাবাহিকতায় ৪৫ দিনের মেয়াদ শেষ হলে ১৫ জুলাই ত্রিপাক্ষিক সভার আয়োজন করা হয়। তবে ওই সভায় মালিক সমিতির নেতারা উপস্থিত হয়নি। তাই গত ২০ জুলাই (শনিবার) নৌযান শ্রমিক ফেডারেশন সিদ্ধান্ত নেয় দাবি না আদায় হওয়া পর্যন্ত ২৩ জুলাই মধ্যরাত থেকে সব প্রকার নৌযান শ্রমিক লাগাতার কর্মবিরতি পালন করবেন।

এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।