গৃহবধূকে গলা কেটে হত্যার চেষ্টা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ০৮:৩৭ এএম, ২৫ জুলাই ২০১৯
ফাইল ছবি

ঈশ্বরদীতে নাসরিন সুলতানা স্বর্ণা (২৩) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যার চেষ্টা করা হয়েছে। বুধবার (২৪ জুলাই) রাত ১০টায় উপজেলার পূর্বটেংরি গোরস্থান পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নাসরিন সুলতানা স্বর্ণা (২৩) ওই এলাকার মনিরুল ইসলাম জনির স্ত্রী। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে কী কারণে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে, সে বিষয়ে কেউ নিশ্চিত হতে পারেনি।

স্বর্ণা বলেন, ‘রাতে তিনি জানালার পাশে খাটে বসে গল্পের বই পড়ছিলেন। এ সময় জানালা খোলা থাকায় কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে তার গলা কাটার চেষ্টা করে। তখন একজনের হাত টেনে ধরে তিনি চিৎকার দিলে সে দৌড়ে পালিয়ে যায়। এ সময় তার গলা থেকে রক্ত পড়তে থাকে। পরে সংবাদ পেয়ে রাতেই থানা থেকে পুলিশ ঘটনাস্থলে আসে।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তাসনিম তামান্না বলেন, ‘গলার রগ কাটেনি। ক্ষত গভীর না হওয়ায় সেলাই দেয়া হয়নি। রোগী শঙ্কামুক্ত।’

স্থানীয় কয়েকজন বাসিন্দা সাংবাদিকদের বলেন, এ ঘটনার পর বুধবার রাতে এলাকাবাসী বিভিন্ন স্থানে অজ্ঞাতনামা ব্যক্তিদের সন্ধান করে। কিন্তু তারা পালিয়ে যাওয়ায় ধরা সম্ভব হয়নি। এ ঘটনায় এলাকার লোকজন ঘুমাতে পারছে না। বর্তমানে তারা আতঙ্কে আছেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী বলেন, ‘খবর পাওয়ার পরপরই পুলিশ সেখানে পৌঁছে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কেউ অভিযোগ দেয়নি। তবে বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে নিয়েছেন’।

আলাউদ্দিন আহমেদ/এমএমজেড/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।