বাসের ভেতর মারা গেলেন যাত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ১২:৪৮ পিএম, ২৫ জুলাই ২০১৯

বাসের মধ্যেই মারা গেছেন একরামুল হোসেন (৫০) নামে এক যাত্রী। তিনি নড়াইল সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামের জব্বার শেখের ছেলে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে নড়া্ইলে হানিফ পরিবহনের একটি বাস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বাসটি বুধবার রাতে ঢাকা থেকে ছেড়ে যায়।

পুলিশ ও হানিফ পরিবহন সূত্রে জানা যায়, বুধবার রাত ৯টার সময় ঢাকার আব্দুল্লাহপুর থেকে নড়াইলে যাওয়ার জন্য একরাম ওই গাড়িতে ওঠেন। এসময় তার এক আত্মীয় বলেন, সে খুব অসুস্থ, তাকে যেন নড়াইলের রূপগঞ্জে নামিয়ে দেয়া হয়।

রাতে বাসটি কালনা ফেরিঘাটে আসলে পাশের সিটের যাত্রী একরামকে সংজ্ঞাহীন দেখতে পান। এরপর সকালে বাসের লোকজন তাকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে সদর থানায় খবর দেয়া হলে পুলিশ এসে তার মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে।

হাফিজুল নিলু/এমএমজেড/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।