রামুতে আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ১১:৩৭ পিএম, ২৭ জুলাই ২০১৯

কক্সবাজারের রামুতে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোর রাতে তাদের গ্রেফতার করা হয় বলে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আবুল খায়ের জানিয়েছেন।

গ্রেফতাররা হলো- রামু দক্ষিণ মিঠাছড়ি পানের ছড়া পূর্ব কুল এলাকার ইসলাম প্রকাশ লাল মিয়া প্রকাশ লাইল্যার ছেলে আনিছুর রহমান (৩০) এবং একই ইউনিয়নের পানের ছড়া শিয়া পাড়া এলাকার মৃত আব্দুল মোনাফের ছেলে ডাকাত নুরুল আলম (২৮)।

ওসি আবুল খায়ের জানান, তার নির্দেশে রামু থানার এসআই মং ছাই ও মিল্টন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। তারা দুজনই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে অভিযানে তাদের গ্রেফতার করা সম্ভব হয়। দুজনের বিরুদ্ধে ডাকাতির অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে।

সায়ীদ আলমগীর/এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।