বাউফলে চা বিক্রেতাকে কুপিয়ে জখম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ১২:১৭ এএম, ২৯ জুলাই ২০১৯

পটুয়াখালীর বাউফলে শহিদুল ইসলাম (৪৫) নামের এক চা বিক্রেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। রোববার (২৮ জুলাই) রাত সাড়ে ৯টায় উপজেলা মহিলা কলেজের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।

শহিদুল ইসলাম বর্তমানে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চা বিক্রেতা শহিদুল ইসলামের গলায় ও পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণে এ ঘটনা ঘটতে পারে।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।