সরকারি গাছ বিক্রি করলেন বিএনপি নেতা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০৪:৪৯ পিএম, ০৪ আগস্ট ২০১৯

ঝালকাঠির নলছিটিতে পীর মোয়াজ্জেম হোসেন সড়কের পাশে থাকা সরকারি গাছ বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে।

জানা গেছে, সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে নান্দিকাঠি বাইপাস মোড়ে সড়কের পাশে থাকা বিভিন্ন প্রজাতির ৯টি গাছ দেড় লাখ টাকায় বিক্রি করে দিয়েছেন উপজেলা বিএনপি সহ-সভাপতি ও পৌর কাউন্সিলর এনায়েত করিম মিশু।

শনিবার বিকেলে ক্রেতারা গাছগুলো কেটে নিয়ে যাওয়ার সময় ঝালকাঠি জেলা পরিষদের একটি টিম ঘটনাস্থলে গিয়ে গাছকাটা বন্ধ করে দেয়। তবে তার আগেই গাছের বড় টুকরোগুলো ক্রেতারা নিয়ে গেছে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি নান্দিকাঠি গ্রামের বাসিন্দা এনায়েত করিম মিশু ওই সড়কের পূর্ব পাশে থাকা ছোট-বড় ৯টি গাছ নিজের দাবি করে দেড় লাখ টাকায় ব্যবসায়ী নাইম বিশ্বাসের কাছে বিক্রি করেন। শনিবার সকালে শ্রমিকরা গাছকাটা শুরু করলে এলাকাবাসী বিষয়টি জেলা পরিষদের কর্মকর্তাদের জানায়। পরে জেলা পরিষদের একটি টিম এসে গাছকাটা বন্ধ করে দেয়।

সরকারি গাছ কাটার অনুমতি নিয়েছেন কি-না জানতে চাইলে এনায়েত করিম মিশু বলেন, ‘গাছগুলো আমার জমিতেই রয়েছে। তবে এরপরও যদি জমি মাপজোখের পর গাছগুলো জেলা পরিষদের সীমানায় পড়ে তাহলে তাদের দিয়ে দেব।’

ঝালকাঠি জেলা পরিষদের সহকারী প্রকৌশলী সাইদুর রহমান বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে গাছকাটা বন্ধ করে দেয়া হয়েছে। খোঁজ-খবর নিয়ে সরকারি গাছ কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

মো. আতিকুর রহমান/এমবিআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।