গভীর সমুদ্রে ভাসছিলেন মানসিক ভারসাম্যহীন মহসিন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কুয়াকাটা
প্রকাশিত: ০৯:৩৭ পিএম, ০৫ আগস্ট ২০১৯

কুয়াকাটা সমুদ্রে গোসল করতে নেমে স্রোতের তোড়ে ভেসে যাওয়া এক যুবককে জীবিত উদ্ধার করেছে স্থানীয় জেলেরা। সোমবার দুপুরে ঝাউবাগান সংলগ্ন দেড় কিলোমিটার গভীর সমুদ্রে ভাসতে দেখে উদ্ধার করেন তারা।

উদ্ধারকৃত যুবকের নাম মহসিন। স্থানীয়রা জানিয়েছেন মহসিন মানসিক ভারসাম্যহীন। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়। তার বাড়ি নোয়াখালী। এছাড়া কিছুই বলতে পারে না মহসিন। তবে তিনি এখন এখন সুস্থ আছেন।

জেলে আমির মাঝি জানান, জোয়ার ভাটা চলছিল। সমুদ্রে খুটা জাল থেকে মাছ ধরে আনতে যাওয়ার জন্য সৈকতে অপেক্ষা করছিল তার সঙ্গীরা। বেলা সাড়ে ১১টার দিকে দেখতে পায় প্রায় দেড় কিলোমিটার গভীর সমুদ্রে কে যেন হাত নাড়ছে। ঢেউয়ের সঙ্গে মাথা উপরে উঠছে আর নামছে। আমির মাঝি তখন সঙ্গীদের ডেকে নৌকা নিয়ে সমুদ্র থেকে ওই যুবককে উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে নিয়ে যান। পরে তারা জানতে পারে ওই যুবক মানসিক ভারসাম্যহীন।

স্থানীয়দের ধারণা জোয়ারের সময় সমুদ্রে গোসল নেমে গভীরে চলে যায় মহসিন। এ সময় প্রবল স্রোতে ভাসিয়ে নিয়ে যায় তাকে।

কাজী সাঈদ/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।