আমবাগানে মিলল শক্তিশালী বোমা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৬:২৮ পিএম, ০৭ আগস্ট ২০১৯

চুয়াডাঙ্গার দামুড়হুদায় একটি আমবাগান থেকে একটি শক্তিশালী বোমা উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে উপজেলার চন্দ্রবাস গ্রামের ওয়ালিদ হোসেনের আমবাগান থেকে বোমাটি উদ্ধার করা হয়।

দামুড়হুদা উপজেলার নাটুদহ ক্যাম্প ইনচার্জ শ্যামল চন্দ্র জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে দুজন এসে খবর দেয় এলাকার আমবাগানে একটি বোমা পড়ে আছে। আমরা দাদুড়হুদা থানা পুলিশের সহযোগিতায় ক্যাম্প থেকে এক কিলোমিটার দূরের চন্দ্রবাস গ্রামের ওয়ালিদ হোসেনের আমবাগান থেকে শক্তিশালী বোমাটি উদ্ধার করা হয়।

দামুড়হুদা থানার ওসি সুকুমার বিশ্বাস জানান, নাশকতা বা কোনো ঘটনা ঘটনানোর জন্যই দুর্বৃত্তরা হয়তো বোমাটি আমবাগানে রেখেছিল।

বুধবার সকালে খুলনায় র‌্যাব-৬ কে জানানো হয়। সেখান থেকে র‌্যাবের একটি বোমা বিশেষজ্ঞ টিম বোমাটি নিষ্ক্রিয় করতে চুয়াডাঙ্গায় রওনা দিয়েছে।

সালাউদ্দীন কাজল/এমবিআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।