টেন্ডার না পেয়ে প্রকৌশলীকে লাঞ্ছিত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০৮:৩২ পিএম, ১৯ আগস্ট ২০১৯

শরীয়তপুর জেলা পরিষদের দুই ঠিকাদারের বিরুদ্ধে এক সহকারি প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। গত রোববার বিকেলে এই ঘটনা ঘটে।

জানা গেছে রোববার শরীয়তপুর জেলা পরিষদের ১২টি উন্নয়নমূলক কাজের দরপত্রের লটারি হয়। এনিয়ে রাজিব সরদার ও নাসিরুদ্দিন তালুকদার নামে দুই ঠিকাদার বিকেলে সহকারি প্রকৌশলী ভাস্কর মৃধাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

এ ঘটনায় ওই দুই ঠিকাদোরের বিরুদ্ধে রোববার রাতেই শরীয়তপুর সদরের পালং মডেল থানায় মামলা করেছেন প্রকৌশলী ভাস্কর মৃধা।

জেলা পরিষদ ও পালং মডেল থানা সূত্র জানায়, রোববার শরীয়তপুর জেলা পরিষদের ১২টি উন্নয়নমূলক কাজের জন্য মিনহা এন্টার প্রাইজের মালিক রাজিব সরদার ও তালুকদার ইলেকট্রিকের মালিক নাসিরুদ্দিন তালুকদার দরপত্র জমা দেন। রোববার বাছাই পর্বে তাদের দরপত্র অযোগ্য হওয়ায় চারটি কাজের লটারিতে তারা যোগ দিতে পারেননি। এতে তারা সহকারি প্রকৌশলী ভাস্কর মৃধার ওপর ক্ষুব্ধ হন।

সূত্র আরও জানায় বিকেল সাড়ে চারটার দিকে তারা ভস্কর মৃধার অফিসে ঢুকে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এরপর সন্ধ্যায় তার বাসায় গিয়ে ফের হুমকি দেন। বিষয়টি ভাস্কর মৃধা জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ও চেয়ারম্যনকে জানান। তাদের পরামর্শে পরে পালং মডেল থানায় মামলা করেন তিনি।

প্রকৌশলী ভাস্কর মৃধা বলেন, বিভিন্ন সময় রাজিব ও নাসির আমার কাছে উন্নয়ন কাজের অনৈতিক সু্বিধা চাইত, আমি না দেয়ায় তারা ক্ষুব্ধ ছিল। চারটি কাজের টেন্ডারে তাদের অ্যাসেট কম থাকায় মূল্যায়নে সেগুলো অযোগ্য হওয়ায় লটারিতে অংশ নিতে পারেননি। ক্ষুব্ধ হয়ে আমাকে মারধর করেছে। তারা অব্যাহতভাবে আমাকে হুমকি দিয়ে যাচ্ছে।

তিনি বলেন, এর আগেও তারা অনেকবার আমাকে হুমকি দিয়েছে। বিষয়টি তখন ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালে তারা আমাকে রাজবাড়ি বদলি করেন। কিন্তু এখান থেকে আমাকে ছাড়া হচ্ছে না। এভাবে লাঞ্ছিত হয়ে, জীবনের হুমকি নিয়ে কাজ করা যায় না।

শরীয়তপুর জেলা পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদার বলেন, অন্যায়ভাবে আমাদের প্রকৌশলীকে মারধর করা হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক। আমরা আইনগত পদক্ষেপ নিয়েছি।

এদিকে ঠিকাদার রাজিব সরদার ও নাসিরুদ্দিন তালুকদারের মুঠোফোন বন্ধ থাকায় এ বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি। পরে উভয়ের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়েও তাদের পাওয়া যায়নি।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন বলেন, ঠিকাদার রাজিব ও নাসিরুদ্দিনের বিরুদ্ধে মামলা করেছেন একজন প্রকৌশলী। তারা মুঠোফোন বন্ধ করে পলাতক রয়েছেন। পুলিশ তাদের গ্রেফতারের চেষ্টা করছে।

মো. ছগির হোসেন/এমএমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।