সেই নকল ইনো তৈরির কারখানা খুঁজে বের করলো প্রশাসন
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ভারতীয় ইনোর অবিকল নকল ইনো, হজমি ও খাবার স্যালাইন তৈরির কারখানায় অভিযান চালিয়ে কাঁচামাল ও তৈরির যন্ত্রাংশ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বিকেলে উপজেলার ধরঞ্জীর দালালপাড়া গ্রামের মাহবুব নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়।
উল্লেখ্য যে, গত শনিবার জয়পুরহাট সদর উপজেলার মাগণীপাড়া শহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ৮ শিক্ষার্থী ধরঞ্জির এ কারখানার উৎপাদিত ইনো খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তাদের অবস্থার আরও অবনতি হলে দ্রুত জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসার পর শিক্ষার্থীরা সুস্থ হয়ে উঠলে রোববার তাদেরকে ছেড়ে দেয়া হয়।
সম্প্রতি জয়পুরহাটে ইনো খেয়ে ৮ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি শিরোনামে সংবাদ জাগোনিউজ২৪.কম-এ প্রকাশ হওয়ার পর নড়েচড়ে বসে প্রশাসন।

এরই ধারাবাহিকতায় ওই কারখানায় অভিযান পরিচালনা করেন পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক রাজিবুল আলম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক রাজিবুল আলম জানায়, ধরঞ্জিতে মাহবুবের বাড়িতে গোপনে মেশিন বসিয়ে নকল ইনো ও খাবার স্যালাইন তৈরি করে জেলা-উপজেলার বিভিন্ন দোকানে বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে কারখানায় গেলে দরজাতে তালা ঝুলানো দেখা যায়। অনেক ডাকাডাকির পর কাউকে না পেয়ে পুলিশের সহযোগিতায় তালা ভেঙে নকল ইনো, খাবার স্যালাইন, কাঁচামাল ও ওষুধ তৈরির যন্ত্রাংশ জব্দ করা হয়। বাড়ির মালিক না থাকায় ও কারখানার রেজিস্ট্রেশনের প্রয়োজনীয় কাগজ দেখাতে না পারায় কারখানাটি সিলগালা করা হয়। তবে এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
রাশেদুজ্জামান/এমএএস/জেআইএম