সাইকেল-মোবাইল সবই আছে, নেই শুধু প্রাণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ১০:০০ এএম, ২৮ আগস্ট ২০১৯
ফাইল ছবি

নড়াইলে সাগর দাস (১৮) নামে এক কলেজছাত্রকে কুপিয়ে খুন করা হয়েছে। বুধবার সকাল ৮টার দিকে নড়াইল সদরের নড়াইল-গোবরা সড়কের ধোপাখোলা মোড় এলাকায় রাস্তার পাশ থেকে পুলিশতার মরদেহ উদ্ধার করেছে।

পুলিশ জানায়, সাগর নড়াইল সদরের উজিরপুর কলাইতলার গোদাই দাসের ছেলে এবং গোবরা মিত্র কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির ছাত্র ছিলেন। তার মাথায় কোপের চিহ্নসহ শরীরে আঘাত রয়েছে। মরদেহের পাশে তার ব্যবহৃত মোবাইল ফোন ও বাইসাইকেল পড়ে ছিল।

পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল (মঙ্গলবার) বিকেলে বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন সাগর। কিন্তু রাত অবধি ফিরে না আসায় তাকে বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুজি করা হয়। এছাড়া তার মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। পরে বুধবার সকালে ওই স্থানে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, হত্যার কারণ ও এতে জড়িত কাউকে শনাক্ত করা যায়নি। হত্যার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।

হাফিজুল নিলু/এমএমজেড/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।