দেনার দায়ে দোকানেই ফাঁস দিলেন ব্যবসায়ী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ১২:৩১ পিএম, ০২ সেপ্টেম্বর ২০১৯

দেনার দায়ে ভোলার বোরহানউদ্দিনে মো. নূরন্নবী (৫৫) নামে এক মুদি ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। সোমবার সকালে পুলিশ নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে।

পুলিশ জানিয়েছে নিহত নূরন্নবীর ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাজিরহাট বাজারে মুদি দোকান আছে। বাড়ি হাসান নগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে। বাবার নাম মৃত ফজলে রহমান।

বোরহানউদ্দিন থানার এসআই স্বপন কুমার হালদার ও নিহতের ছোট ভাই রুহুল আমিন জানান, নূরন্নবী দীর্ঘদিন ধরে কাজিরহাট বাজারে মুদি দোকান চালাতেন। ব্যবসা করতে গিয়ে স্থানীয়দের কাছে প্রায় ৫/৬ লাখ টাকা বাকি পড়ে যায়। কিন্তু সে টাকা না উঠাতে পেরে ব্যবসা চালিয়ে যেতে তার সমস্যা হচ্ছিল।

এ অবস্থায় বাধ্য হয়েই তিনি বিভিন্ন এনজিও ও স্থানীয় লোকজনের কাছ থেকে সুদে প্রায় ৮/১০ লাখ টাকা ঋণ নেন। কিন্তু আবারও ক্রেতাদের কাছে টাকা বাকি পড়ে যায়। এতে ঋনের টাকা পরিশোধ করতে সমস্যা হচ্ছিল তার। এ কারণে গত কয়েকদিন ধরে এনজিও ও পাওনাদাররা টাকা পরিশোধের জন্য তাকে চাপ দিচ্ছিল।

তারা আরও জানান, একদিকে টাকা পরিশোধের চাপ, অন্যদিকে দোকানে মালামাল না থাকায় বেচা-বিক্রি হচ্ছে না। এছাড়া বাকি টাকাও না ওঠায় তিনি প্রচণ্ড মানসিক চাপে ছিলেন। এ কারণে সোমবার ভোরের দিকে নিজ দোকানের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, সকালের দিকে নূরন্নবীর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্ত্রী চিৎকার করতে থাকলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে থানায় জানানো হয়। খবর পেয়ে পুলিশ সেখানে এসে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।

জুয়েল সাহা বিকাশ/এমএমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।