দেশীয় প্রজাতির সাড়ে ৬ শতাধিক পাখি উদ্ধার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সাভার (ঢাকা)
প্রকাশিত: ০৭:৪০ পিএম, ০২ সেপ্টেম্বর ২০১৯

ঢাকার সাভার ও কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন প্রজাতির সাড়ে ছয় শতাধিক পাখি উদ্ধার করেছে ঢাকার বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিটের একটি দল। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত সাভারের আশুলিয়ার ইটখোলা, জিরাবো এবং কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে এসব পাখি উদ্ধার করা হয়। উদ্ধার করা পাখির মধ্যে ২১০টি মুনিয়া, ৪২০টি তোতা ও ২১টি ঘুঘু রয়েছে।

বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে একটি যাত্রীবাহী বাসে রাজধানীতে পাখি নিয়ে আসছিল একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে সকালে টঙ্গী-আশুলিয়া-ডিইপিজেড সড়কের আশুলিয়ার জিরাবো ও ইটখোলা এলাকা থেকে কিছু পাখি উদ্ধার করা হয়। পরে এই সূত্র ধরে ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে আরও বেশকিছু পাখি উদ্ধার করা হয়। সব মিলিয়ে মুনিয়া, তোতা ও ঘুঘু প্রজাতির মোট ৬৫১টি পাখি উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, উদ্ধার করা পাখিগুলো মিরপুরের জাতীয় উদ্ভিদ উদ্যানে (বোটানিক্যাল গার্ডেন) অবমুক্ত করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

আল-মামুন/এমবিআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।