সাতক্ষীরায় বাড়ছেই ডেঙ্গু রোগীর সংখ্যা
সারাদেশে যখন ডেঙ্গুর প্রকোপ কমছে তখন সাতক্ষীরায় দিন দিন বাড়ছে ডেঙ্গু রোগী । বুধবার সন্ধ্যা পর্যন্ত সাতক্ষীরায় ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ৫০০ জন। মানুষের সচেতনতার অভাবে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
গত ২৪ ঘণ্টায় ১৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। সাতক্ষীরা সদর হাসপাতাল, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে ৪১ জন ডেঙ্গু রোগী।
সাতক্ষীরার সিভিল সার্জন ডা. মো. আবু শাহীন জাগো নিউজকে জানান, এ পর্যন্ত ৫০০ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। চিকিৎসাধীন রয়েছে ৪১ জন। এছাড়া চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরেছে ৩৫৬ জন। চিকিৎসার জন্য সাতক্ষীরা থেকে অন্যত্র স্থানান্তর করা হয়েছে ১০৩ জনকে। সাতক্ষীরা সদর হাসপাতাল বা জেলার কোনো হাসপাতালে কোনো ডেঙ্গু রোগী মারা যায়নি। তবে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অন্যত্র চারজন মারা গেছে বলে জেনেছি।
সারাদেশে যখন ডেঙ্গু কমছে তখন সাতক্ষীরায় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির কারণ হিসেবে তিনি বলেন, সাতক্ষীরার মানুষের সচেতনতার অভাব। এতো প্রচার অভিযান চালালেও লোকজন বাড়ির আঙ্গিনা বা আশপাশ পরিষ্কার করছে না। মশার বংশ বিস্তার যেভাবে হচ্ছে সেভাবে মশা মরছে না। একটি মশা কমপক্ষে ৩০-৪০ দিন পর্যন্ত জীবিত থাকে। মশা কামড়ানোর ১৪ দিন পরেও ডেঙ্গু হতে পারে।
সিভিল সার্জন জানান, কালীগঞ্জ উপজেলায় ডেঙ্গুর প্রকোপ বেশি দেখা যাচ্ছে। এ উপজেলায় এখন পর্যন্ত ১৪৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এছাড়া তালা উপজেলাসহ বাকি উপজেলাতেও কমবেশি ডেঙ্গুর প্রকোপ রয়েছে। ডেঙ্গু নিধনে সমন্বিত প্রচার অভিযান অব্যাহত রয়েছে। স্বাস্থ্য বিভাগ এ ব্যাপারে কাজ করছে। দ্রুতই ডেঙ্গুর প্রকোপ কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আকরামুল ইসলাম/আরএআর/পিআর