সিংড়ায় যুবলীগ সভাপতিকে কুপিয়ে জখম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৫:২০ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০১৯

নাটোরের সিংড়া উপজেলায় এক ওয়ার্ড যুবলীগ নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

রোববার রাত ১২টার দিকে উপজেলার শেরকোল ইউনিয়নের যুবলীগ নেতা মামুনকে চকপুর বাজার এলাকায় কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। এ ঘটনায় সুইট ও মাসুদ নামে দুইজনকে আটক করে পুলিশ।

আহত মামুন হোসেন সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি। বর্তমানে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করা হয়েছে।

শেরকোল ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লুৎফুল হাবিব রুবেল বলেন, রোববার রাত ১২টার দিকে মামুন বাসায় ফিরছিল। চকপুর বাজার এলাকায় কয়েকজন যুবক ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এ সময় মামুন দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ঘাড়ে আঘাত লাগে। স্থানীয় লোকজন ছুটে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় মামুনকে নাটোর সদর হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হলে রামেক হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে সিংড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

রেজাউল করিম রেজা/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।